Madhyamik Bangali MCQ Suggestion মাধ্যমিক বাংলা সাজেশন 2023 PDF
HELLO, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা অনেকেই খুঁজে চলেছো মাধ্যমিক বাংলা সাজেশন 2023 তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা মাধ্যমিকের বাংলা সাজেশন 2023 প্রকাশ করলাম। সাজেশনের মধ্যে দেওয়া অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের- newpdfhub.blogspot.com/
প্রিয় ছাত্র ছাত্রী তোমরা এই MCQ গুলো ভালোভাবে পরলে এইগুলোর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় 90℅ কমন অবশ্যই পাবে তার জন্য আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও-
তোমরা অনেকেই খুঁজে চলেছো-মাধ্যমিক বাংলা সাজেশন 2023,madhyamik bengali Suggestion 2023 pdf download, মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2023,মাধ্যমিক সাজেশন 2023,মাধ্যমিক বাংলা সাজেশন 2023 answer,madhyamik bengali Suggestion 2023 pdf download প্রভৃতি।
জ্ঞানচক্ষু
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] । পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? !! - অলৌকিক ঘটনা হল-
(ক) তপন এর লেখা । সন্ধাতারা' পত্রিকাএ প্রকাশ পেয়েছে,
(খ) বারিতে তপন এর নাম হয় গেছে কবি, সাহিত্তিক, কথাশিল্পি,
(গ)এক লেখন এর সাথে ছতমাসি বিয়ে হয়েছে,
(ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়
Ans: (ক) তপন এর লেখা ' সন্ধাতারা' পত্রিকাএ প্রকাশ পেয়েছে,
2] 'তপন প্রথমটা ভাবে ঠাট্টা 'কিন্তু যখন দেখে মেসোর মুখে করুনার ছাপ তখন আহ্লাদে..
|'- (ক) আনন্দিত,
(খ) দুঃখিত,
(গ) কাঁদো কাঁদো,
(ঘ) বিহল
Ans: (গ) কাঁদো কাঁদো,
3] 'তপন এর হাত আছে|'- কথাটির অর্থ হলো-
(ক)জবরদস্তি
(খ)হস্তক্ষেপ,
(গ) মারামারি,
(ঘ)ভাষার দখল,
Ans: (ঘ) ভাষার দখল,
4] 'তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়'- একথা বলেছেন-
(ক) তপনের বাবা
(খ) তপনের ছোটমামা
(গ)তপনের ছোট মাসি,
(ঘ)তপনের মেজকাকু,
Ans:(ঘ)তপনের মেজকাকু,
5] 'তারপর ধমক খায় - তপন ধঅমক খাএ -
(ক) গল্প লেখার জন্য,
(খ) পড়াশোনায় মনোযোগ না দেওয়ার জন্য
(গ) ছোট মাসির অবাধ্ব হওয়ার জন্য,
(ঘ)নিজের লেখা গল্প না পড়ার জন্য,
Ans: (ঘ)নিজের লেখা গল্প না পড়ার জন্য,
অসুখী একজন
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] 'তারপর যুদ্ধ এল -
(ক) আগ্নেয় পাহাড়ের মত,
(খ) রক্তের সমুদ্রের মতো,
(গ) পাহাড়ের আগুনের মত,
(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত।
2] ' ডুবে দিল ধ্যানে 'কত দিনের ধ্যান-
(ক) এক যুগ,
(খ) শতবর্ষ,
(গ) হাজার বছর,
(ঘ) যুগের পর যুগ ধরে।
3] অসুখী একজন কবিতার লেখক পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছিলেন -
(ক) ১৯৭০ সালে,
(খ) ১৯৭১ সালে,
(গ) ১৯৭২ সালে,
(ঘ) ১৯৭৩ সালে
4] । ধরে গেল আগুন - কোথায়? -
(ক) ফসলের খেতে,
(খ) জনবসতিতে,
(গ)ঘন অরন্নে,
(ঘ) সমস্ত সমতলভহুমিতে
5] পাঠ্য 'অসুখী একজন 'কবিতাটি অনুবাদক হলো? -
(ক)মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(খ) নবারুণ ভট্টাচাৰ্য্য,
(গ) উৎপলকুমার বসু,
(ঘ) শঙ্খ ঘোষ
আয় আরো বেঁধে বেঁধে থাকি
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] । হয়তো কি বেঁচে আছে -
(ক) মানুষ
(খ) ভহিখারি
(গ) পৃথিবী
(ঘ) গাছ।
2] যে কাব্যগ্রন্থটির শঙ্খ ঘোষের লেখা নয়-
(ক) ধুম লেগেছে হৃৎ কমলে
(খ) দিনগুলি রাতগুলি,
(গ) পাঁজরে দাঁড়ের শব্দ,
(ঘ) দিন ও রাত
3] 'আয় তবে বেঁধে বেঁধে রাখি'- বাক্যাংশটি কবিতায় কভার ব্যবহার হয়েছে? -
(ক) একবার,
(খ) দুইবার,
(গ) তিনবার,
(ঘ) চারবার
4]। পায় পায় হিমানির বাধ - হিমানী শব্দের আক্ষরিক অর্থ? -
(ক) তুষার
(খ) আগুন
(গ) জল
(ঘ) পর্বত
5] আমাদের কি নেই বলে কবি এই কবিতায় মত প্রকাশ করেছেন? –
(ক) জীবন,
(খ) ইতিহাস,
(গ) ভুগল,
(ঘ) সন্মান
আফ্রিকা
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] “প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস”-প্রদোষ শব্দের অর্থ?
(ক) সকাল,
(খ) দুপুর,
(গ) রাত্রি,
(ঘ) বিকাল
2] কবির সংগীতে বেজে উঠেছিল' – কী বেজে উঠেছিল। -
(ক) সুরের ঝংকার,
(খ) সুন্দরের আরাধনা,
(গ) সংগীতের মূর্ছনা,
(ঘ) রাগরাগিণী
3] আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল ? -
(ক) প্রলয় সমুদ্রের বাহু,
(খ) ভয়ংকর সমুদ্রের বাহু,
(গ)রুদ্র সমুদ্রের বাহু,
(ঘ) ক্ষুদ্ধ সমুদ্রের বাহু
4] “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী— 'সভ্যতার শেষ পুণ্যবাণী'-
(ক) ভালোবাসো
(খ) ক্ষমা করো
(গ) বিদ্বেষ ত্যাগ করো
(ঘ) মঙ্গল করো
5] 'দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে'- উদ্ধৃতাংশে 'মানহারা মানবী' বলতে বোঝানো হয়েছে -
(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) ভারতবর্ষকে
(গ) বাসুধাকে
(ঘ) পশ্চিম দুনিয়াকে
হারিয়ে যাওয়ার কালি কলম
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] 'যার পোশাকি নাম স্টাইলাস' কার পোশাকি নাম? -
(ক) কুইল
(খ) নল-খাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্চের শলাকা
2] ফাউন্টেন পেন সংগ্রহ করতেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সত্যজিৎ রায়
3] 'কালি কলম মন, লেখে তিন জন।" এটি হল একটি-
(ক) ধাঁধা,
(খ) প্রবাদ,
(গ) রূপকথা,
(ঘ) উপকথা। দিন
4] কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন-
(ক) বাবুঘাটে,
(খ) কালীঘাটে,
(গ) গঙ্গাঘাটে,
(ঘ) খেয়া ঘাটে।
5] “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন"- তার পোশাকি নাম-
(ক) রিজার্ভার,
(খ) স্টাইলাস,
(গ) পার্কার,
(ঘ) পাইলত
বহুরূপী
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
'খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো। অন্যদিকে যাও।'- একথা বলেছে -
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
2] ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কীসের ছদ্মবেশে?
ক) বাইজি,
(খ) পুলিশ,
(গ) পাগল
(ঘ) ভিখারি
3] জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন –
(ক) হীরের ফুল,
(খ) সোনার বোল,
(গ) রূপোর বল,
(খ) সোনার চুমকি
4] সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
(ক) একদিন,
(খ) দুদিন,
(গ) চারদিন,
(ঘ) পাঁচদিন
5] বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়-
(ক) আট টাকা দশ আনা,
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
অভিষেক
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] ইন্দ্রজিতের স্ত্রীর নাম
(ক) ইন্দিরা,
(খ) সরমা,
(গ) নিকষা,
(ঘ) প্রমীলা
2] 'হৈমবতীসুত' যাকে বধ করেছিলেন তিনি হলেন-
(ক) মহিষাসুর,
(খ) তারকাসুর,
(গ) বৃত্রাসুর,
(ঘ) ভস্মাসুর
'রত্নাকর রত্নোত্তমা' কে? -
(ক) সরমা,
(খ) সীতা,
(গ) প্রমীলা,
(ঘ) লক্ষ্মী
4] “নাদিলা করদল" - "কপূর' শব্দের অর্থ কী?
(ক) সৈন্য,
(খ) রাক্ষস,
(গ) বানর,
(ঘ) যোদ্ধা
5] 'কনক আসন তাজি, বীরেন্দ্রকেশরী” – বীরেন্দ্রকেশরী' কাকে বলা হয়েছে?-
(ক) রাবণকে,
(খ) রাঘবকে,
(গ) ইন্দ্ৰজিৎকে,
(ঘ) কুম্ভকর্ণকে
সিরাজদৌলা
ক] সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ( প্রশ্নমানঃ04)
1] “মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করচি, লুৎফা।"- লুৎফা কে? বক্তার পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতাটি
কেমন ছিল?
2] 'তোমাদের কাছে আমি লজ্জিত।' – কে লজ্জিত? সে কেন লজ্জিত তা বুঝিয়ে দাও।
3] 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে সিরাজদ্দৌলার চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো।
4] 'আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংশা'--- উক্তির আলোকে বক্তার চরিত্র
বিশ্লেষণ করো।
প্রলয়োল্লাস
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01 )
1] "ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর!"-'চিরসুন্দর' বলা হয়েছে -
(ক) সূর্যকে
(খ) ব্রহ্মাকে
(গ) শিবকে
(ঘ) মহাকালকে
2] কবি “ওই নূতনের কেতন' বলেছেন-
(ক) কালবৈশাখীর ঝড়কে,
(খ) রবির বহ্নিজ্বালাকে,
(গ) অট্টরোলের হট্টগোলকে,
(ঘ) বিশ্বমায়ের আসনকে
3] 'আলো তার ভরবে এবার ঘর। যার আলোয় ঘর ভরবে -
(ক) সূর্যের,
(খ) চন্দ্রের,
(গ) ধূমকেতুর,
(খ) উচ্চার
4] বিশম্বরের জটায় হাসে
(ক) সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু,
(খ) শিশু-চাঁদের কর,
(গ) সপ্ত মহাসিন্ধু,
(ঘ) দ্বাদশ রবির বহ্নিজ্বালা
5] উল্কা ফুটায় নীল খিলানে 'নীল খিলান' বলতে বোঝানো হয়েছে –
(ক) মহাকাশকে,
(খ) প্রাসাদকে,
(গ) গাছপালাকে,
(ঘ) আকাশকে
পথের দাবি
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] অপূর্বর পিতার বন্ধু হলেন
(ক) জগদীশবাবু,
(খ) রামদাস,
(গ) নিমাইবাবু,
(ঘ) গিরীশ মহাপাত্র।
2] গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল-
(ক) পুলিশ-স্টেশনে,
(খ) জাহাজ ঘাটায়,
(গ) রেল স্টেশনে,
(খ) বিমান বন্দরে।
3] ‘যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি।'- বক্তা হলেন-
(ক) রামদাস,
(খ) অপূর্ব,
(গ) জগদীশবাবু,
(ঘ) নিমাইবাবু।
4] পোলিটিক্যাল সাসপেক্টের নাম -
(ক) অপূর্ব রায়,
(খ) সব্যসাচী চক্রবর্তী,
(গ) সব্যসাচী মল্লিক,
(ঘ) নিমাইবাবু।
5] কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ; বক্তা হলেন-
(ক) অপূর্ব,
(খ) রামদাস,
(গ) জগদীশবাবু,
(ঘ) নিমাইবাবু
সিন্ধুতীরে
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] “কন্যারে ফেলিল যথা" 'কন্যা'র নাম কী? -
(ক) পদ্মাবতী,
(খ) ময়না,
(গ) চন্দ্রাবতী,
(ঘ) চন্দ্রাণী
2] ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) লোরচন্দ্রাণী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তোহফা
3] আলাওল কোন রাজসভার কবি?
(ক) কৃষ্ণনগরের,
(খ) গৌড়ের,
(গ) আরাকানের,
(ঘ) বর্ধমানের
4] 'সিন্ধুতীরে' কবিতায় কবি নিজেকে কোন্ বিশেষণ দিয়েছেন?
(ক) মোহস্ত
(খ) হীন
(গ) শুনি
(ঘ) দুখিনি
5] 'সমুদ্রের নাও ভাঙ্গিল'-- সমুদ্রের নাও ভেঙে ছিল—
(ক) সমুদ্রের ঢেউ
(খ) সমুদ্রের ঝড়
(গ) প্রবল বাতাস
(ঘ) জলোচ্ছ্বাস
অদল বদল
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল –
(ক) মহরমের দিন,
(খ) পুজোর দিন,
(গ) ঈদের দিন,
(খ) হোলির দিন।
2] অমৃত ইসাব এই দুজনের বাবা-ই পেশায়—
(ক) রাজমিস্ত্রি,
(খ) শ্রমিক,
(গ) চাষি,
(খ) ছোটো ব্যবসায়ী
3] হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল?
(ক) ছবি আঁকতে,
(খ) হোলি খেলতে,
(গ) কুস্তি লড়তে,
(খ) ফুটবল খেলতে
4] অমৃতের মায়ের নাম ছিল
(ক) নিরুপমা,
(খ) অনুপমা,
(গ) সুমিতা,
(ঘ) বাহালি
5] 'অদল বদল' গল্পে ফতোয়া জারি করেছিল—
(ক) অমৃত
(খ) গ্রাম প্রধান
(গ) ইসাব
(ঘ) কালিয়া
বাংলা ভাষায় বিজ্ঞান
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন ( প্রশ্নমানঃ01)
1] লাউ-কুমড়ো জাতীয় গাছে ফুল হয়।
(ক) দু'রকম,
(খ) একরকম,
(গ) পাঁচরকম,
(ঘ) তিন রকম
2] তাদের নতুন করে শিখতে হচ্ছে—কী শিখতে হচ্ছে?
(ক) ইংরেজি
(খ) পরিভাষা
(গ) বাংলা
(ঘ) বিজ্ঞান
3] রাজশেখর বসুর ছদ্মনাম ছিল-
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) পরশুরাম
(গ) নিখিল সরকার
(ঘ) বলাইচাঁদ
4] পপুলার সাইন্স লেখা সুসাধ্য-
(ক) ইউরোপ-আমেরিকায়
(খ) ইউরোপ আফ্রিকায়
(গ) আমেরিকা-ইংল্যান্ডে
(ঘ) ভারতে
5] বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া আবশ্যক?
(ক) সহজ-সরল
(খ) সরল ও স্পষ্ট
(গ) তথ্যসমৃদ্ধ
(ঘ) গুরুগম্ভীর
অস্ত্রের বিরুদ্ধে গান
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] 'গান তো জানি'-বক্তা কতা গান জানেন? -
(ক) এক্যা দুটো,
(খ) দুটো তিনটে,
(গ)তিনটে চারটে,
(ঘ) চারটে পাঁচটা
2] টেশনের কাছে নদীটিকে নদেরটা চেনে -
(ক) পাঁচ বছর ধরে,
(খ) চার বছর ধরে,
(গ) তিন বছর
(ঘ) দু'বছর ধরে
3] ঋষিবালকের মাথায় গোজা আছে-
(ক) গানের ধর্ম
(খ) ময়ূর পালক
(গ) ত্রিশূল
(ঘ) বুলেট
4] "আঁকড়ে ধরে সে খড়কুটো'—খড়কুটো বলতে বোঝানো হয়েছে-
(ক) কোকিলকে
(খ) একটা দুটো গানকে
(গ) ঋষি বালকে
(ঘ) গায়ক পাখিদের
5] কার পায়ে কবি অস্ত্র সমর্পণ করতে বলেছেন ?
(ক) বিধাতা
(খ) পুলিশ
(গ) সুর
(ঘ) গান
নদীর বিদ্রোহ
ক] বাহুবিকল্পনিও প্রশ্ন (প্রশ্নমানঃ01)
1] অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটতে হাঁটতে নদেরচাদ'-
(ক) বাড়ি ফিরছিল
(খ) স্টেশনের দিকে যাচ্ছি
(গ) নদীর দিকে যাচ্ছিল
(ঘ) নদীর সঙ্গে খেলছিল
2] অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটতে হাঁটতে নদেরচাদ'-
(ক) বাড়ি ফিরছিল
(গ) নদীর দিকে যাচ্ছিল
(খ) স্টেশনের দিকে যাচ্ছিল
(ঘ) নদীর সঙ্গে খেলছিল
3] কতক্ষণ বিশ্রামের পর মেঘের নতুন শক্তি সজ্জিত হয়েছিল?
(ক) ঘণ্টাখানেক
(খ) ঘণ্টা দুই
(গ) ঘণ্টা তিনেক
(ঘ) ঘণ্টা চারেক
4] চার বছরের চেনা এই নদীর মূর্তিকে দেখে নদেরচাদের কেমন মনে হল?
(ক) পরিচিত
(খ) অপরিচিত
(গ) সুন্দর
(ঘ) পঙ্কিল
5 নদেরচাদের বয়স-
(ক) ২৫ বছর
(খ)৩০ বছর
(গ) ৩৫ বছর
(ঘ) ৩২ বছর
কোনি
ক] রচনাধর্মী প্রশ্ন: ( প্রশ্নমানঃ05)
1] 'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।
2] বঞ্ছনার বিরুদ্ধে কোনির জীবনসংগ্রাম আলোচনা করো।
3] "ঘাটে এই এই ভিড়”— ভিড়ের কারণ কী? ঘাটের বর্ণনা দাও।
4] দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো।
5]“পরিশ্রম আর ইচ্ছাশক্তির জোরে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনি হল কোনি” গল্প
অবলম্বনে আলোচনা করো।
আরো বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি থেকেঘুরে আসতে পারেন -
- Topics-Hub
Madhyamik Bengali Suggestion 2023PDF Download -
