সরল সুদকষা - 90% Common Madhyamik Maths Suggestion 2023 PDF Download

 সরল সুদকষা - 90% Common Madhyamik Maths Suggestion 2023 PDF Download

সরল সুদকষা - 90% Common Madhyamik Maths Suggestion 2023 PDF Download



বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion 2023 – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 2023

  1. 5 বছরে সুদ ও আসলের অনুপাত 3: 10 হলে সুদের হার হয়-

(a) 4% (b) 5% (c) 6% (d) 8%

উত্তরঃ [c]

  1. 1 টাকার 1 মাসের সুদ1 পয়সা হলে বার্ষিক সুদের হার হবে-

(a) 6% (b) 8% (c) 12% (d) 1%

উত্তরঃ [b]

  1. কোনো আসলের ৪ বছরের সুদ-আসলের 30% হলে কত বছরের সুদ-আসলের সমান হৰে ?

(a) 12 বছর (b) 16 বছর (c) 20 বছর (d) 25 বছর

উত্তরঃ [d)]

4.বার্ষিক 10% হারে যে সময়ে কোনো সুদ, আসলের 

3

5

 অংশ হবে তা হল–

(a) 5 বছর (b) 6 বছর (c) ৪ বছর (d) 10 বছর

উত্তরঃ [b]

  1. বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা ?

(a) 3650 টাকা (b) 36500 টাকা (c) 730 টাকা (d) 7300 টাকা

উত্তরঃ (c)

সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion 2021 – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 2021

  1. মোট সুদ এবং সবৃদ্ধিমূল উভয়ই আসলের সমানুপাতিক। [T]
  2. যিনি টাকা গ্রহণ করেন তিনি উত্তমর্ণ। [F]
  3. সুদের হারের কোনো একক নেই। [T]
  4. কোনো ব্যক্তি যখন পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ এবং ব্যাংক/ পোস্ট অফিস অধমর্ণ। [T]
  5. যিনি টাকা ধার দেন তিনি অধমর্ণ। [F]
  6. যদি আসল ও বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে সময় বাড়লে সুদ কমবে। [F]
  7. সুদ সর্বদা আসলের চেয়ে বেশি হয়। [F]

৪. সবৃদ্ধিমূল সর্বদাই আসলের চেয়ে বেশি হয়। [T]

শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion 2021 – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 2021

  1. নির্দিষ্ট সময় পরে কোনো ব্যক্তি আসল টাকার সঙ্গে যে অতিরিক্ত অর্থ পায় তা হল________ ।

উত্তরঃ সুদ

  1. কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করলে তিনি হন________ এবং ব্যাংক বা সমবায় সমিতি হয় ________।

উত্তরঃ অধমর্ণ,উত্তমর্ণ

  1. সবৃদ্ধিমূল = ________ + সুদ।

উত্তরঃ আসল

  1. মোট সুদ এবং আসল অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সুদের হারের সম্পর্ক________ ।

উত্তরঃ ব্যস্ত

  1. সুদের হার বার্ষিক 6% কথার অর্থ হল 100 টাকার________ -এর সুদ 6 টাকা।

উত্তরঃ এক বছর

  1. যদি বার্ষিক সরল সুদের এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে আসল ও সুদের মধ্যে________ সম্পর্ক বিদ্যমান।

উত্তরঃ সরল


সরল সুদকষা - 90% Common Madhyamik Maths Suggestion 2023 PDF Download

-CLICK NOW-


Previous Post Next Post