বিকল্প চিন্তা ও উদ্যোগ - 90% Common Madhyamik History Suggestion 2023 PDF Download

বিকল্প চিন্তা ও উদ্যোগ - 90% Common Madhyamik History Suggestion 2023 PDF Download

বিকল্প চিন্তা ও উদ্যোগ - 90% Common Madhyamik History Suggestion 2023 PDF Download

হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমরা তোমাদের ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের কিছু mcq acq যা যা প্রশ্ন দেব না তোমরা বললে পরে পরীক্ষা খুবই সহজে 90 পার্সেন্ট এর উপরে নম্বর পেয়ে যাবে আর আমাদের ডাউনলোড লিংক আছে সেটা ওয়েবসাইটের নিচে পেয়ে যাবে আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা করে রাখতে পারো Topic Hub

বিভাগ-ক : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১। প্রথম বই ছাপা হয়েছিল

(ক) চিনে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ইউরোপে

উত্তরঃ (ক) চিনে

২। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।

(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে

৩। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি?

(ক) ‘বেঙ্গল গেজেট’ (খ) “দিগদর্শন’(গ) সমাচার দর্পণ (ঘ) সংবাদ সমাচার

উত্তরঃ (গ) সমাচার দর্পণ

৪। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে

৫। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন

(ক) হালেদ (খ) চার্লস উইলকিন্স (গ) পঞ্চানন কর্মকার (ঘ) সুরেন্দ্রনাথ মজুমদার

উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার

৬। সাহিত্যকীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন

(ক) বসুমতী প্রেস (খ) ইন্ডিয়ান প্রেস (গ) ইউ এন রায় অ্যান্ড সন্স (ঘ) কুন্তলীন প্রেস

উত্তরঃ (ক) বসুমতী প্রেস

৭। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।

(ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) তারকনাথ পালিত (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু

৮। উইলিয়াম কেরী ছাপাখানা প্রতিষ্ঠা করেন

(ক) শ্রীরামপুরে (খ) কলকাতায় (গ) উঁচড়াতে (ঘ) চন্দননগরে

উত্তরঃ (ক) শ্রীরামপুরে

৯। বিশ্বভারতীর উদবোধক ছিলেন

(ক) ব্রজেন্দ্রনাথ শীল (খ) কানাইলাল বসু (গ) সতীশচন্দ্র রায় (ঘ) মোহিতচন্দ্র সেন

উত্তরঃ (ক) ব্রজেন্দ্রনাথ শীল

১০। IACS প্রতিষ্ঠা করেন

(ক) মহেন্দ্রলাল সরকার (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ক) মহেন্দ্রলাল সরকার

১১। ইউ এন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১০ খ্রিস্টাব্দে (গ) ১৯১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

১২। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চালর্স উইলকিন্স

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৩। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর

উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

১৪। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২২ খ্রিস্টাব্দে

১৫। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন

(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (খ) আচার্য জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

১৬। প্রথম সচিত্র বাংলা বই হল

(ক) ‘প্রতাপাদিত্য চরিত্র (খ) “অন্নদামঙ্গল’ (গ) “বর্ণপরিচয় (ঘ) ‘শিশুশিক্ষা

উত্তরঃ (খ) “অন্নদামঙ্গল’

১৭। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন

(ক) প্রসন্নকুমার ঠাকুর (খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায় (গ) রাসবিহারী ঘোষ (ঘ) অরবিন্দ ঘোষ

উত্তরঃ (ঘ) অরবিন্দ ঘোষ

১৮। কোন্ আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে?

(ক) বেতার (খ) দূরদর্শন (গ) চলচ্চিত্র (ঘ) ভিডিয়া

উত্তরঃ (ক) বেতার

১৯। ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) রামাদ রায় (গ) নন্দলাল বসু (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২০। ভারতে ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন

(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) প্রমথনাথ বসু

উত্তরঃ (ঘ) প্রমথনাথ বসু

২১। বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়

(ক) কলকাতায় (খ) শ্রীরামপুরে (গ) রংপুরে (ঘ) ঢাকায়

উত্তরঃ (ঘ) ঢাকায়

বিভাগ-খ : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১। রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?

উত্তরঃ সি ভি রমন

২। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ হুগলিতে

৩। কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ মাদ্রাজে

৪। প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?

উত্তরঃ রামরাম বসুর

৫। কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেন

৬। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?

উত্তরঃ ১৯৫১ খ্রিস্টাব্দে

৭। পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ কুমারখালিতে

৮৷ ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ বিদ্যাসাগর

৯। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?

উত্তরঃ ইউ এন রায় অ্যান্ড সন্স

১০। কোন্ গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?

উত্তরঃ “শিশুশিক্ষা

১১। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?

উত্তরঃ রাসবিহারী ঘোষ

১২। এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল?

উত্তরঃ এশিয়াটিক রিসার্চেস

১৩। কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?

উত্তরঃ গুটেনবার্গ

১৪। কবে ‘বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯১৭ খ্রিস্টাব্দে

১৫। পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কারের

১৬। CET-এর পুরোনাম কী?

উত্তরঃ কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

১৭। টেক’ কাদের প্রকাশিত জার্নাল ?

উত্তরঃ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ছাত্রছাত্রীদের

১৮। রামরাম বসু কে ছিলেন?

উত্তরঃ প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা

১৯। কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৫৫৪ খ্রিস্টাব্দে

২০। কে ‘টুনটুনির বই রচনা করেন?

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২১। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?

উত্তরঃ ৯২ জন

২২। কে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ উইলিয়াম কেরী

ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। IACS-এর সঙ্গে যুক্ত ছিলেন সি ভি রমন।[T]

২। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রথম ছাপা বই ‘আবোল তাবোল।[T]

৩। গোয়াতে সর্বপ্রথম ভারতবর্ষে পোর্তুগিজরা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে।[T]

৪। ছাপাখানার প্রসারের ফলে শিক্ষার বিস্তার ঘটে।[T]

৫। গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়।[F]

৬। জাতীয় শিক্ষা পরিষদ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।[T]

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও(প্রতিটি প্রশ্নের মান-১)

১।

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(ক) সি ভি রমন(i) ১৯২২ খ্রিস্টাব্দ
(খ) বিশ্বভারতী(ii) রমন এফেক্ট
(গ) শ্রীরামপুর ছাপাখানা(iii) তারকনাথ পালিত
(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়(iv) ১৮০০ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)

2.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(ক) মেঘকক্ষ(i) সত্যেন্দ্রনাথ বসু
(খ) ইউরিয়া সিবাস্টিমাইন(ii) জগদীশচন্দ্র বসু
(গ) ক্রেস্কোগ্রাফ(iii) উপেন্দ্রনাথ ব্ৰত্মচারী
(ঘ) বোস সংখ্যায়ন(iv) দেবেন্দ্রমোহন বসু

উত্তরঃ (ক)-(iv), (খ)-(iii), (গ)-(ii), (ঘ)-(i)

3.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(ক) IACS(i) ১৯১৪ খ্রিস্টাব্দ
(খ) কলকাতা বিজ্ঞান কলেজ(ii) ১৮৭৬ খ্রিস্টাব্দ
(গ) বসু বিজ্ঞান মন্দির(iii) ১৯০৬ খিস্টাব্দ
(ঘ) বেঙ্গল টেকনিক্যাল স্কুল(iv) ১৯১৭ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)

4.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(ক) হাফটোন(i) পঞ্চানন
(খ) ধাতব হরফ(ii) ইউ এন রায়চৌধুরী
(গ) বিশ্বভারতী(iii) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(ঘ) তারকনাথ পালিত(iv) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। উচ্চশিক্ষার কেন্দ্ররূপে শান্তিনিকেতন

২। ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্ররূপে গোয়া

৩। কারিগরি শিক্ষার কেন্দ্ররূপে শিবপুর

৪। ছাপাখানার কেন্দ্ররূপে শ্রীরামপুর

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)

1। বিবৃতি : বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান।

ব্যাখ্যা ১: এজন্য গাছের তলায় খোলা আকাশের নীচে ক্লাস হত।

ব্যাখ্যা ২ : শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করত, কোনো বই ছিল না।

ব্যাখ্যা ৩ : শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠক্রম ছিল না।

উত্তরঃ ব্যাখ্যা ২

২। বিবৃতি : প্রথম দিকে বিজ্ঞানচর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়।

ব্যাখ্যা ১: বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যেত।

ব্যাখ্যা ২ : বিজ্ঞানের সিলেবাস উন্নত মানের ছিল না।

ব্যাখ্যা ৩: উচ্চস্তরে বিজ্ঞান পঠনপাঠন ও গবেষণার সুযোগ ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩

৩। বিবৃতি : ছাপাখানা স্থাপনের ফলে এদেশে শিক্ষার প্রসার ঘটে

ব্যাখ্যা ১: ছাপাবই-এর দাম কম হওয়ার ফলে সহজেই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারে।

ব্যাখ্যা ২ : শিক্ষকদের পাঠদান সহজ হয়।

ব্যাখ্যা ৩: শিক্ষকদের প্রতি নির্ভরতা হ্রাস পায়।

উত্তরঃ ব্যাখ্যা ১

৪।বিবৃতি : বাংলার হুগলিতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে ওঠে।

ব্যাখ্যা ১: ইংরেজ প্রশাসন ছাপাখানা স্থাপনের বিরোধী ছিল।

ব্যাখ্যা ২: হুগলিতে ভালো কারিগর ছিল।

ব্যাখ্যা ৩: হুগলিতে ভালো কাগজ পাওয়া যেত।

উত্তরঃ ব্যাখ্যা ১

বিভাগ-গ : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)

১। উইলিয়াম কেরী কে ছিলেন?

২। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো।

৩। IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৪। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বই-এর নাম লেখো।

৫। শিক্ষাব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কী ছিল?

৬। শ্রীরামপুর ত্রয়ী’ কারা?

৭। বসু বিজ্ঞান মন্দিরে কোন্ কোন্ বিষয়ে গবেষণা হত?

৮। ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন?

৯। জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো।

১০। তারকনাথ পালিত কে ছিলেন?

১১। টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

১২। রবীন্দ্রনাথ কেন ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন?

১৩। স্থানীয় স্কুল সম্বন্ধে কী জানো?

১৪। অনারেবল কোম্পানিজ প্রেস সম্পর্কে কী জানো?

১৫। মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?

১৬। বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয় ?

১৭। কে, কবে ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশ করেন ?

১৮। বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষাদানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো।

১৯। জাতীয় শিক্ষা বলতে কী বোঝো?

২০। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন?

২১। উনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারের একটি পরিসংখ্যান দাও।

২২। রবীন্দ্রনাথের মতে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কী?

২৩। ঔপনিবেশিক শিক্ষাকাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ উল্লেখ করো।

২৪। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?

২৫। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন ‘গোলদিঘির গোলখানা’ বলে ব্যঙ্গ করা হয়?

২৬। বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

২৭। ভারতে সর্বপ্রথম কারা, কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে?

২৮। ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে বাংলায় গণশিক্ষার পরিস্থিতি কীরূপ ছিল?

বিভাগ-ঘ : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)

১। বাংলার বিজ্ঞানচর্চায় IACS-এর ভূমিকা লেখো।

২। বাংলাদেশে ছাপাখানার আধুনিকীকরণে ইউ এন রায়চৌধুরীর অবদান আলোচনা করো।

৩। টীকা লেখো : কলকাতা বিজ্ঞান কলেজ।

৪। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক অলোচনা করো।

৫। বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল?

৬। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?

৭। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।

৮। কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অবদান কী ছিল?

৯। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও

১০। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?

১১। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো

১২। বাংলার ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সম্পর্কে কী জানো?

১৩। আধুনিক বিজ্ঞানচর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো।

বিভাগ-ঙ : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)

১। ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ছাপাখানা কীভাবে শিক্ষাবিস্তারে সাহায্য করে? ৩+৫

২। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ৩+৫

৩। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আলোচনা করো।

৪। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে?

৫। “ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয়তার মধ্য দিয়েও বাংলায় বিজ্ঞানচর্চা প্রসার লাভ করে”—এই মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।

৬। ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো।

৭। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।

৮। রবীন্দ্রনাথের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি ছিল ? মানবকল্যাণে রবীন্দ্রনাথের কয়েকটি পদক্ষেপের উল্লেখ করো। ৩+৫


বিকল্প চিন্তা ও উদ্যোগ - 90% Common Madhyamik History Suggestion 2023 PDF Download

-CLICK NOW-


Previous Post Next Post