বর্জ্য ব্যবস্থাপনা - 90% Common Madhyamik Geography Suggestion 2023 PDF Download
হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছ আজকে আমি তোমাদের জন্য ভূগোল বইয়ের বর্জ্য ব্যবস্থাপনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন mcq acq সবকিছুর সাজেশন দিতে চলেছি তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করো আর আমাদের ওয়েবসাইটের এখানে যেগুলো দিচ্ছি সেগুলো pdf আমরা ওয়েবসাইটের নিচে দিয়ে রেখেছিলে ডাউনলোড করতে পারো এইগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে বসে বসে পড়ো খুবই সহজ মাধ্যমিকে 90 শতাংশ নম্বর তুলতে পারবেন আর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে ঘুরতে পারো Topic Hub
বিভাগ – ক : বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নমান-1)
- কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি
(a) বর্জ্য (b) প্রয়াজেনীয় দ্রব্য (c) পুনঃব্যবহার্য দ্রব্য (d) সব ক-টি
উত্তরঃ (a) বর্জ্য
- জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে ক-টি ভাগে ভাগ করা যায় ?
(a) 1টি (b) 2টি (c) 3টি (d) 4টি
উত্তরঃ (b) 2টি
- ভারতের কোন্ মহানগরে প্রতিদিনের (2010-11) কঠিন বর্জ্যের পরিমাণ সর্বাধিক?
(a) কলকাতা (b) দিল্লি (c) চেন্নাই (d) মুম্বাই
উত্তরঃ (b) দিল্লি
- গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হল
(a) কৃষিক্ষেত্রের বর্জ্য (b) শিল্প বর্জ্য (c) জৈব বর্জ্য (d) গৃহস্থালির বর্জ্য
উত্তরঃ (d) গৃহস্থালির বর্জ্য
- পারমাণবিক জ্বালানি চক্রের ফলে যে প্রকার বর্জ্যের সৃষ্টি হয়, তা হল
(a) কৃষিক্ষেত্রের বর্জ্য (b) শিল্প বর্জ্য (c) তেজস্ক্রিয় বর্জ্য (d) জৈব বর্জ্য
উত্তরঃ (c) তেজস্ক্রিয় বর্জ্য
- গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হল
(a) স্ক্রাবার (b) কম্পোস্টিং (c) ভরাটকরণ (d) সব ক-টি
উত্তরঃ (a) স্ক্রাবার
- একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ হল কি
(a) উদ্ভিদের দেহাবশেষ (b) তেজস্ক্রিয় বর্জ্য (c) জীবজন্তুর মলমূত্র (d) উল্কাপিণ্ড
উত্তরঃ (b) তেজস্ক্রিয় বর্জ্য
৪. একটি জীববিশ্লেষ্য বর্জ্য হল
(a) পলিথিন (b) প্লাস্টিক (c) অ্যালুমিনিয়াম (d) ধানের তুষ
উত্তরঃ (d) ধানের তুষ
- কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয়, তা হল।
(a) অজৈব বর্জ্য (b) জৈব বর্জ্য (c) জীব অবিশ্লেষ্য বর্জ্য (d) প্রস্তরখণ্ড
উত্তরঃ (b) জৈব বর্জ্য
- সালফার ডাইঅক্সাইড যে প্রকৃতির বর্জ্য
(a) কঠিন বর্জ্য (b) তরল বর্জ্য (c) গ্যাসীয় বর্জ্য (d) সব ক-টি
উত্তরঃ (c) গ্যাসীয় বর্জ্য
- কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায়, তা হল
(a) কম্পোস্টিং (b) পাইরোলাইসিস (c) স্ক্রাবার (d) সব ক-টি
উত্তরঃ (b) পাইরোলাইসিস
- কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হল
(a) ল্যান্ডফিল (b) কোল্ডফিল (c) চেম্বার (d) লিচেট
উত্তরঃ (a) ল্যান্ডফিল
- ময়লা বা বর্জ্য পদার্থ ধোওয়া জলকে বলা হয়
(a) ল্যান্ডফিল (b) কোল্ডফিল (c) চেম্বার (d) লিচেট
উত্তরঃ (d) লিচেট
- যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়, তাদের বলা হয়
(a) জৈব ভঙ্গুর (b) জৈব অভঙ্গুর (c) কম্পোস্টিং (d) সব ক-টি
উত্তরঃ (a) জৈব ভঙ্গুর
- বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধাদি বহন করে?
(a) 10% (b) 100% (c) 90% (d) 51%
উত্তরঃ (d) 51%
- ভাগীরথী-হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব সর্বাধিক, তা হল
(a) কৃষিজাত বর্জ্য (b) গৃহস্থালির বর্জ্য (c) শিল্পজাত বর্জ্য (d) পৌর বর্জ্য
উত্তরঃ (c) শিল্পজাত বর্জ্য
বিভাগ – খ : বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-1)
- শূন্যস্থান পূরণ করো :
- কঠিন ও অর্ধকঠিন যে সকল বস্তু অব্যবহারযোগ্য ও অবাঞ্ছিত বলে বাতিল করা হয়, তাদের সমষ্টিগতভাবে, _______বর্জ্য বলা হয়।
উত্তরঃ কঠিন
- মনুষ্য ক্রিয়াকলাপে উৎপাদিত তরল বস্তু ব্যবহারকারীদের কাছে অপ্রয়োজনীয় হলে, তাকে _______ বর্জ্য বলা হয়।
উত্তরঃ তরল
- জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যের দুটি শ্রেণি হল _______বর্জ।
উত্তরঃ বিষাক্ত, অবিষাক্ত
- যেসব স্থান থেকে বর্জ্য উৎপন্ন হয়, তাকে বর্জ্যপদার্থের_______বলে।
উত্তরঃ উৎস
- তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতি হল_______।
উত্তরঃ নিষ্কাশন
- একটি জৈব বর্জ্যের উদাহরণ হল _______।
উত্তরঃ গোবর
- স্ক্রাবার _______বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত।
উত্তরঃ গ্যাসীয়
৪. কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন_______প্রক্রিয়ার অন্তর্গত।
উত্তরঃ পুনর্নবীকরন
- _______খ্রিস্টাব্দ থেকে আমেরিকান কংগ্রেস সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ ফেলা স্থগিত রেখেছে।
উত্তরঃ ১৯৮২
- কোনো পরিবর্তন ছাড়াই বর্জ্য পদার্থের ব্যবহারকে বলে _______।
উত্তরঃ পুনব্যবহার
- সত্য/মিথ্যা নিরূপণ করো :
- মূলত জীববিশ্লেষ্য পদার্থগুলিই হল বিষহীন বর্জ্য।[T]
- সমুদ্রতীর থেকে জলের দিকে 300 কিমি দূরে এবং 10,000 ফুট গভীরে বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। [T]
- আবর্জনা সংগ্রহ, পরিবহণ, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া হল বর্জ্য ব্যবস্থাপনা। [T]
- বর্জ্য পদার্থ শুধুমাত্র কঠিন পদার্থ হয়। [F]
- বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কোনো ভূমিকা নেই। [F]
- অতীতে মধ্য আমেরিকায় ‘মায়া সভ্যতার কিছু ঘটনা থেকে সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। [T]
- কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র সার প্রস্তুত করা যায় না। [F]
- গ্যাসীয় বর্জ্য বৃদ্ধি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করে। [T]
- স্তম্ভ মেলাও :
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (i) বাসি ও পচা খাদ্য | (a) জৈব পদার্থ |
| (ii) শিল্পক্ষেত্রের ধোঁয়া | (b) পৌর বর্জ্য |
| (iii) কৃষিপণ্যের ছিবড়া | (C) কৃষিজাত বর্জ্য |
| (iv) পৌরস্থলের নোংরা জল | (d) ইলেকট্রনিক বর্জ্য |
| (v) পুরোনো মোবাইল ফোন | (e) শিল্পজাত বর্জ |
| (vi) নিকাশি পদ্ধতি | (f) গৃহস্থালির বর্জ্য |
| (vii) কম্পোস্টিং | (g) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা |
| (viii) স্ক্রাবার | (h) তেজস্ক্রিয় বর্জ |
| (ix) ভূপাল গ্যাস দুর্ঘটনা | (i) তরল বর্জ্য ব্যবস্থাপনা |
| (x) কঠিন বর্জ্যের প্রায় 70% | (j) গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা |
উত্তরঃ (i)-(f), (ii)-(b), (iii)-(c), (iv)-(e), (v)-(d), (iv)-(i), (vii)-(g), (viii)-(j), (ix)-(h), (x)-(a)
- একটি বা দুটি শব্দে উত্তর দাও :
- তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে কী বলা হয়?
উত্তরঃ ফ্লাই অ্যাশ
- ISWM-এর পুরো নাম কী ?
উত্তরঃ Integrated Solid Waste Management
- জৈব বিশ্লেষণ ঘটে এরকম দুটি বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ হিউমাস, সবুজ উদ্ভিদের অংশ
- চিকিৎসাক্ষেত্রের দুটি বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ সিরিঞ্জ, ক্যাপসিউল
- দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ ইউরেনিয়াম, রেডিয়াম
- দুটি শিল্প বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ রং, চামড়া
- পরিবেশের নানা স্থানে সঞ্জিত কঠিন আবর্জনা সৌন্দর্যের বিঘ্ন ঘটালে তাকে কোন প্রকারের দূষণ বলা হয় ?
উত্তরঃ দৃশ্যদূষণ
৪. ইউরোপীয় ইউনিয়ন কী?
উত্তরঃ ইউরোপের দেশগুলির সম্মিলিত একটি বাণিজ্যিক গোষ্ঠী
- কলকাতা শহরে প্রতিদিনের আবর্জনার পরিমাণ কত টন?
উত্তরঃ 2,653 টন
- যে সমস্ত বর্জ্য রাসায়নিক ক্রিয়ায় বিঘটিত হয়ে অবিষাক্ত পদার্থে পরিণত হয়, সেগুলি কোন ধরনের বর্জ্য?
উত্তরঃ জৈব বিঘটন বর্জ্য
- দুটি জীবাশ্ম জ্বালানির দহনজনিত বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড
- ভরাটকরণ প্রক্রিয়ার একটি সুবিধা লেখো।
উত্তরঃ বায়ুদূষণের পরিমাণ হ্রাস পায়।
বিভাগ – গ : বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্নমান-2:
- বর্জ্য কাকে বলে?
- কঠিন বর্জ্য কী?
- তরল বর্জ্য কী?
- গ্যাসীয় বর্জ্য কী?
- বিষাক্ত বর্জ্য কাকে বলে?
- বিষহীন বর্জ কাকে বলে?
- গৃহস্থালির বর্জ্য বলতে কী বোঝো?
৪. শিল্প বর্জ্য বলতে কী বোঝো?
- কৃষিজ বর্জ্য বলতে কী বোঝো?
- জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো?
- জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো?
- জৈব বর্জ্য কাকে বলে?
- অজৈব বর্জ্য কাকে বলে?
- কম্পোস্টিং কী?
- ম্যানিওর পিট কী?
- তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে?
- চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য কাকে বলে?
বিভাগ – ঘ : বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-3)
- জৈব বর্জ্য ও অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
- জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভগুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
- বর্জ্যের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- উদাহরণসহ বর্জ্যের শ্রেণিবিভাগ করো।
- গৃহস্থালির বর্জগুলি কী কী? এদের প্রভাব কী?
- শিল্প বর্জ্যের উৎস এবং তার প্রভাবগুলি উল্লেখ করো।
- কৃষিজ বর্জ্যের উৎস এবং তার প্রভাবগুলি উল্লেখ করো।
৪. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম তিনটি ধাপের পরিচয় দাও।
- কম্পোস্টিং পদ্ধতিটি ব্যাখ্যা করো।
- ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
বিভাগ – ঙ : বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান-5
- বর্জ্যের শ্রেণিবিভাগ করে প্রতিটি উপবিভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
- কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলির সংক্ষিপ্ত । বিবরণ দাও।
- পরিবেশের ওপর বর্জ্যের প্রভাবগুলি লেখো।
- বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো।
