উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র - 90% Common Madhyamik Geography Suggestion 2023 PDF Download

উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র - 90% Common Madhyamik Geography Suggestion 2023 PDF Download

উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র - 90% Common Madhyamik Geography Suggestion 2023 PDF Download

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছ আজকে আমি তোমাদের জন্য ভূগোল বইয়ের উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র  অধ্যায় থেকে কিছু mcq acq সাজেশন দিতে চলেছি যেগুলো তোমরা খুবই সহজে মাধ্যমিক পরীক্ষায় নাইন্টি পার্সেন্ট এর উপরে তুলতে পারবে আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আরও বিশেষ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারো Topic Hub

বিভাগ – ক : Madhyamik Geography Suggestion 2023 – উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন


সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রমান-1


কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে বলা হয়।

(a) ধুমকেতু (b) উপগ্রহ (c) উপগ্রহ চিত্র (d) পৃথিবী


উত্তরঃ (b) উপগ্রহ


উপগ্রহ যে পথ ধরে অবিরাম কোনো গ্রহের ঢারিদিকে ঘুরে চলেছে সেই পথকে বলে

(a) অক্ষপথ (b) রজ্জুপথ (c) রাজপথ (d) কক্ষপথ


উত্তরঃ (d) কক্ষপথ


পৃথিবীকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পরিভ্রমণ করে কোন্ প্রকার কৃত্রিম উপগ্রহ?

(a) জিওস্টেশনারি (b) সানসিনক্রোনাস (c) সেন্সর (d) রিসিভার


উত্তরঃ (b) সানসিনক্রোনাস


একটি জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহের উদাহরণ হল ।

(a) ইনস্যাট (b) IRS (c) LANDSAT (d) কোনোটিই নয়


উত্তরঃ (a) ইনস্যাট


তরঙ্গদৈর্ঘ্যের বৈশিষ্ট্য অনুসারে তড়িৎচুম্বকীয় বর্ণালিকে ক-টি ভাগে ভাগ করা যায়?

(a) 3টি (b) 5টি (c) 7টি (d) ২টি


উত্তরঃ (c) 7টি


তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলের মধ্যে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল হল

(a) 0.6 – 0.8 µm (b) 0.4 – 0.7 µm (c) 0.9 – 0.11 µm (d) 0.11 – 0.14 µm


উত্তরঃ (b) 0.4 – 0.7 µm


যে ধরনের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে ক্ষুদ্র, সেটি হল

(a) লাল (b) সবুজ (c) বেগুনি (d) হলুদ


উত্তরঃ (c) বেগুনি


অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোকতরঙ্গ পরিমাপের একক হল

(a) ন্যানোমিটার (b) মাইক্রোমিটার (c) সেন্টিমিটার (d) মিটার


উত্তরঃ (a) ন্যানোমিটার


কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাংখ্যিক মান পাওয়ার পদ্ধতি কত প্রকারের হয় ?

(a) একপ্রকার (b) দু-প্রকার (c) তিনপ্রকার (d) চারপ্রকার


উত্তরঃ (b) দু-প্রকার


নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট প্রতিফলিত তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলকে বলে

(a) সেন্সর (b) ব্যান্ড (c) উপগ্রহ চিত্র (d) মাইক্রোমিটার


উত্তরঃ (b) ব্যান্ড


উপগ্রহ চিত্রগুলিতে যে রং ব্যবহার করা হয়, সেটিকে বলা হয়

(a) ছদ্ম রং (b) অদৃশ্য রং (c) অস্পৃশ্য রং (d) সব কটি


উত্তরঃ (a) ছদ্ম রং


উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয়

(a) বৃহৎ স্কেল (b) মাঝারি স্কেল (c) ক্ষুদ্র স্কেল (d) সব ক-টি


উত্তরঃ (c) ক্ষুদ্র স্কেল


ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হল

(a) একমাত্রিক (b) দ্বিমাত্রিক (c) ত্রিমাত্রিক (d) মাত্রাহীন


উত্তরঃ (b) দ্বিমাত্রিক


সার্ভে অফ ইন্ডিয়ার সদর দফতর অবস্থিত।

(a) দেরাদুনে (b) কলকাতায় (c) মুম্বাইয়ে (d) চেন্নাইয়ে


উত্তরঃ (a) দেরাদুনে


স্কেল অনুসারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রকে কত ভাগে ভাগ করা হয় ?

(a) এক (b) দুই (c) তিন (d) চার


উত্তরঃ (d) চার


ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার।

(a) 1° x 10 (b) 20 x 20 (c) 30 x 30 (d) 4° x 40


উত্তরঃ (d) 4° x 40


ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ডিগ্রি শিটের অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার

(a) 10 x 10 (b) 20 x 20 (c) 30 x 30 (d) 4° x 40


উত্তরঃ (a) 10 x 10


এক ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার

(a) 10 x 10 (b) 15′ x 15′ (c) 20′ x 20′ (d) 30′ x 30′


উত্তরঃ (b) 15′ x 15′


NASA-এর প্রধান কার্যালয় ভারতের কোথায় অবস্থিত?

(a) কলকাতায় (b) হায়দরাবাদে (c) দিল্লিতে (d) মুম্বাইয়ে


উত্তরঃ (b) হায়দরাবাদে


ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হল।

(a) INSAT-1A (b) INSAT-1D (c) আর্যভট্ট (b) IRS-1B


উত্তরঃ (c) আর্যভট্ট


0.6 Jum থেকে 0.7 pm পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল নির্দেশ করে

(a) লাল বর্ণালিকে (b) সবুজ বর্ণালিকে (c) নীল বর্ণালিকে (d) হলুদ বর্ণালিকে


উত্তরঃ (a) লাল বর্ণালিকে


উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হল

(a) গ্রিড (b) সোয়াথ (c) পিক্সেল (d) ব্যান্ড


উত্তরঃ (c) পিক্সেল


স্যাটেলাইট আড়াআড়িভাবে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর যে মোট দূরত্ব আবৃত করে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করে, তাকে বলা হয়

(a) গ্রিড (b) সোয়াথ (c) পিক্সেল (d) ব্যান্ড


উত্তরঃ (b) সোয়াথ


বিভাগ – খ : Madhyamik Geography Suggestion 2023 – উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান-1


শূন্যস্থান পূরণ করো :

কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত আলোকচিত্রকে _______বলা হয়।

উত্তরঃ উপগ্রহ চিত্র


তড়িৎচুম্বকীয় বিকিরণ _______ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তরঃ দূর সংবেদন


উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিষ্ক্রিয় পদ্ধতিতে শক্তির উৎস হল_______

উত্তরঃ সূর্য


মিলিয়ন শিটের 10 x 10 অন্তর _______ টি অংশে ভাগ করে ডিগ্রি শিট পাওয়া যায়।

উত্তরঃ 16


ডিগ্রি শিটকে 15′ x 15′ অন্তর_______ টি অংশে ভাগ করে এক ইণ্ডি শিট পাওয়া যায়।

উত্তরঃ 16


INSAT প্রথম উৎক্ষেপণ হয় _______ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

উত্তরঃ 1982


IRS প্রথম উৎক্ষেপণ হয়_______ খ্রিস্টাব্দের মার্চ মাসে।

উত্তরঃ 1984


উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু, ক্ষেত্র বা উপাদানের পৃথকরণের ক্ষমতাকে _______বলে।

উত্তরঃ রিজোলিউশন


73F/Nw সূচক সংখ্যা _______ শিটের উদাহরণ।

উত্তরঃ অর্ধইঞ্চি


RADAR হল_______সংবেদকের উদাহরণ।

উত্তরঃ সক্রিয়


MSS হল _______ সংবেদকের উদাহরণ।

উত্তরঃ নিষ্ক্রিয়


সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়_______ খ্রিস্টাব্দে।

উত্তরঃ 1967


শুদ্ধ/সত্য এবং অশুদ্ধ/মিথ্যা নিরূপণ করো :

ভারতের দ্বিতীয় উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ হল ভাস্কর -1। [T]

ডিগ্রি শিটকে কোয়ার্টার ইঞ্চি শিটও বলা হয়। [T]

সূর্যালোকে ছাড়া উপগ্রহ চিত্র তোলা সম্ভব নয়। [F]

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় না। [T]

মানুষের তৈরি উপগ্রহগুলি হল কৃত্রিম উপগ্রহ। [T]

ইনস্যাট একটি জিওস্টেশনারি উপগ্রহ। [T]

তড়িৎচুম্বকীয় বিকিরণকে বলা হয় EMR। [T]

৪. উপগ্রহ চিত্রে সাম্প্রতিকতম তথ্য সংগ্রহের সুযোগ থাকে। [T]


ভূবৈচিত্র্যসূচক মানচিত্র স্থির ও নিশ্চল প্রকৃতির। [T]

উপগ্রহ চিত্রের সমগ্র ব্যবস্থায় প্রযুক্তির কোনো ব্যবহার নেই। [F]

উপগ্রহ চিত্রে উদ্ভিদকে গাঢ় সবুজ বর্ণের দেখায়। [F]

ভূপৃষ্ঠের তথ্যগুলি উপগ্রহ চিত্রে প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়ে থাকে। [F]

সক্রিয় পদ্ধতিতে সেন্সর নিজস্ব ক্ষমতায় আলো সংগ্রহ করতে পারে। [T]

স্তম্ভ মেলাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ

(i) ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট (a)EMS

(ii) ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট (b) EMR

(iii) ন্যাশনাল ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (c) IRS

(iv) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (d) ISRO

(v) ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম (e) INSAT

(vi) ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন (f) SOI

(vii) ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি (g) NNRMS

(viii) সার্ভে অফ ইন্ডিয়া (h) NRSA

উত্তরঃ (i)-(c) (ii)-(e) (iii)-(g) (iv)-(d) (v)-(a) (vi)-(b) (vii)-(h) (viii)-(f)


একটি দুটি শব্দে উত্তর দাও :

একটি তরঙ্গশীর্ষ থেকে অপর তরঙ্গশীর্ষ পর্যন্ত দুরত্বকে কী বলে?

উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য


বর্ণালি অঞ্চলের উপবিভাগগুলিকে কী বলে?

উত্তরঃ ব্যান্ড


3, কত খ্রিস্টাব্দে IRS উৎক্ষেপিত হয় ?


উত্তরঃ 1988


কত খ্রিস্টাব্দে INSAT উৎক্ষেপিত হয় ?

উত্তরঃ 1992


ভারতের স্পেস কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তরঃ 1972


ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে কী রং দ্বারা দেখানো হয়?

উত্তরঃ বাদামি


ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা প্রকাশ করে?

উত্তরঃ সার্ভে অফ ইন্ডিয়া


৪. কৃত্রিম উপগ্রহ যে পথে পরিক্রমণ করে তাকে কী বলে?


উত্তরঃ কক্ষপথ


কৃত্রিম উপগ্রহ যে স্থানে অবস্থান করে তাকে কী বলে?

উত্তরঃ প্ল্যাটফর্ম


কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে কী বলে?

উত্তরঃ উপগ্রহ


বিভাগ – গ : Madhyamik Geography Suggestion 2023 – উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-2)


উপগ্রহ চিত্র কাকে বলে?

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?

দূরসংবেদন বলতে কী বোঝো?

দৃশ্যমান তরঙ্গ কী?

ব্যান্ড কী ?

সক্রিয় সংবেদক ও নিষ্ক্রিয় সংবেদকের মধ্যে পার্থক্য লেখো।

বিভাগ – ঘ : Madhyamik Geography Suggestion 2023 – উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-3)


ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের গুরুত্বসহ বৈশিষ্ট্যগুলি লেখো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের গুরুত্ব কী?

উপগ্রহ চিত্রের ব্যবহারগুলি কী কী?

সানসিনক্রোনাস স্যাটেলাইট ও জিওস্টেশনারি স্যাটেলাইট-এর মধ্যে পার্থক্য লেখো।

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো।

উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলির সংক্ষিপ্ত বর্ণনা করো।

স্কেল অনুসারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণিবিভাগ করো।


উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র - 90% Common Madhyamik Geography Suggestion 2023 PDF Download

-CLICK NOW-


Previous Post Next Post